বৈশাখ আর জৈষ্ঠ এই দুই মাসকে গ্রীষ্ম কাল বলে।গ্রীষ্ম কালের আবহাওয়া অনেক সুন্দর। গ্রীষ্ম কালে বাংলাদেশ এর সোনালি ফসল ধান কাটা হয়। গ্রামের বাড়িতে সকল মানুষ আলোন্দে-উল্লাসে মেথে উঠে।
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤগ্রীষ্ম কলের ফল
পেয়ারা, পেঁপে, কলা, নারিকেল, সফেদা, তালশাঁস, , বাঙ্গি, চুকুর, লিচু, আঁশফল, তরমুজ, ফলসা, করমচা, গাব, হামজাম, বৈঁচি, লুকলুকি, জামরুল, গাব, বেতফল, মুড়মুড়ি, খেজুর, ননিফল, আতা, শরিফা লেবু, আম, কামরাঙা, ড্রাগন ফল, ডেউয়া, জাম, কাঁঠাল, তৈকর, প্যাশন ফল, কাজুবাদাম, গোলাপজাম ইত্যাদি ফল পাওয়া যায়।
0 Comments