Header Ads Widget

দিনশেষে পরিশ্রমীরাই জয়ী হয়, আর তারাই মেধাবী খেতাব পায়।

 


সাদা এপ্রোনকে আজীবনের সঙ্গী বানানো যাদের স্বপ্ন, তারা তো অযথা অবহেলায় সময় অপচয় করতে জানেনা। তারা তো পর্যাপ্ত পরিশ্রম করতে জানে, দাঁতে দাঁত কামড়ে স্বপ্ন পূরণে লেগে থাকতে জানে। 

গভীর রাতে চারিদিকে যখন নিস্তব্ধতা, সে মুহুর্তেও মেডিকেল এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া এই শিক্ষার্থীগুলোর চোখে ঘুম নেই। ওরা তো ব্যস্ত কার্বোহাইড্রেট, প্রোটিনের ক্লাসিফিকেশন আর কঠিন কঠিন এক্সামফল মুখস্থ করার কাজে। এই যে এত এত ত্যাগ, পরিশ্রম, অধ্যাবসায় এসব কি কখনো বৃথা হতে পারে? 

প্রশ্নই আসেনা!

দিনশেষে পরিশ্রমীরাই জয়ী হয়, আর তারাই মেধাবী খেতাব পায়।

Post a Comment

0 Comments