Header Ads Widget

গ্রীষ্ম কাল


বৈশাখ আর জৈষ্ঠ এই দুই মাসকে গ্রীষ্ম কাল বলে।গ্রীষ্ম কালের আবহাওয়া অনেক সুন্দর। গ্রীষ্ম কালে বাংলাদেশ এর সোনালি ফসল ধান কাটা হয়। গ্রামের বাড়িতে সকল মানুষ আলোন্দে-উল্লাসে মেথে উঠে।

ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤগ্রীষ্ম কলের ফল
পেয়ারা, পেঁপে, কলা, নারিকেল, সফেদা, তালশাঁস, , বাঙ্গি, চুকুর, লিচু, আঁশফল, তরমুজ, ফলসা, করমচা, গাব, হামজাম, বৈঁচি, লুকলুকি, জামরুল, গাব, বেতফল, মুড়মুড়ি, খেজুর, ননিফল, আতা, শরিফা লেবু, আম, কামরাঙা, ড্রাগন ফল, ডেউয়া, জাম, কাঁঠাল, তৈকর, প্যাশন ফল, কাজুবাদাম, গোলাপজাম ইত্যাদি ফল পাওয়া যায়।

Post a Comment

0 Comments