Header Ads Widget

শীতের সকাল


                        শীতের সকাল

★ছয় ঋতুর বৈচিত্র্যেপূর্ণ দেশ বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে শীতের অবস্থান হেমন্তের পর আর বসন্তের আগে।  শীতকাল এ দেশের প্রকৃতির অন্যরকম রূপ, যা সম্পূর্ণভাবে ধারণ করে শীতের সকাল। তেমনি শীতের একটি সকাল উপভােগ করার সুযােগ হয়েছিল এবারের শীতে। ছুটির সুবাদে স্নিগ্ধ একটি সকালের স্পর্শ অনুভব করা সম্ভব হয়েছিল। শীতের সকালে কুয়াশার চাদর পরিবেশকে মনােরম করে তুলেছিল।গাছের ঝরা পাতায় ঘটে শীতের আগমন আর বসন্তের নতুন পাতা জাগিয়ে ঘটে শীতের বিদায়।

 তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন —


  ㅤㅤশীতের হাওয়ার লাগল নাচন আমলকীর এই ডালে ডালে।
ㅤㅤ   পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে

Post a Comment

0 Comments