Header Ads Widget

ঝর্নার প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য



 ঝর্ণা নিয়ে উপস্থিতি ছন্দ কবিতার ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট সাজানো হয়েছে। ঝর্ণা দেখতে কে না ভালোবাসে। প্রকৃতির অনেক সুন্দরের ঝর্ণা। প্রতি বছর হাজার হাজার মানুষ শুধু ঝর্ণা দেখার জন্য বিভিন্ন ঘুরতে যায়। অনেক এই ঝর্ণা নিয়ে কবিতা ও ছন্দ খুঁজে ভালবাসান। তাদের জন্য আমরা এখানে অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা কবিতা ও ছন্দ দিয়েছি। 

ঝর্না প্রকৃতির এক অপরূপ রূপ। শক্ত কঠিন পাহাড় থেকে ঘেসে আসা পানি ফোয়ারা মুগ্ধ করে। ঝর্ণারে মনের মত রূপক কবিতার বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তার অভাবের অভাব। 

১.নিমজ্জমান এই আলোকধারা কাচের চাপলে কাটছে দাগ পাহাড়ের স্বপ্নে ঝর্ণা ঝরে ফুলে ফুলে যেমন থাকে প্রেমের পরাগ।

২.পাহাড় কাঁধে ঝর্ণা হয়ে তাই দাগ বাড়ে না যারা দেখতে পায় নি কোনদিন তারা পাহাড় হতে পারে না।

৩.পাষাণ শরীর গলেছিল ঝর্ণা শক্তির স্রোতে সে ঝর্ণা আজ শুকিয়ে গেছে জোরে আলোকপাত করতে। 

৪.আধাঁরে সে এক পূর্ণিমা চাঁদ তপ্ত পাষাণ ঝর্ণাধারা মন ঝমুনার ঢেউ এর মতন তপ্ত গতি লাহামছা। 

৫.কানি বলতো পাখিরা কওরা যানা ৬. কান্না বুকে জমা হয় কিছু পরিণতি ঝর্ণায়।

Post a Comment

0 Comments